পাটকেলঘাটা ওভারব্রীজ সংলগ্ন স্টান্ডে সাতক্ষীরা জেলা ট্যাক্সি, অটোরিক্সা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অফিসটি উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা মাহেন্দ্র থ্রি-হুইলার মালিক সমিতির সভাপতি ইউনুছ আলী সরদার। এ সময় উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ন সাধারন সম্পাদক রাজিব বিশ্বাস, কোষাধ্যক্ষ শহিদুল মোড়ল,মিন্টু সরদার, ইব্রাহীম শেখ,শাহীন মোড়ল,সামাদ মোড়ল,ওহাব,বিল্লাল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সুমন কাগুজী।