বাগেরহাটে“সোনালী আশের সোনার দেশ মুজিববর্ষের বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে পাট দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। এ সময় জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মামুনুর রশীদ, স্থানীয় সরকারের উপপরিচালক দেবপ্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলাম সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, পাটের গৌরবান্বিত ইতিহাস,পাটের বহুমুখী ব্যবহার ও প্লাস্টিক পলিথিন এর দ্বারা পরিবেশ দূষণ রোধে পাটের প্রয়োজনীয়তা সম্পর্কে এবং বর্তমান সরকারের পাট ও পাটজাত দ্রব্যে আনা সফলতার বিষয়ে আহবান জানান।