পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় উপমন্ত্রি জনাব হাবিবুন নাহার, এমপি বলেছেন, ডা: মোজাম্মেল হোসেন ছিলেন অত্যন্ত সাধারণ একজন মানুষ। সাধারণ মানুষের সাথে তিনি মিশে থাকতেন। তিনি মোরেলগঞ্জ-শরণখোলাসহ এ জেলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে গেছেন। তিনি তার রাজনৈতিক জীবনেও সফলতা অর্জন করেন। বাগেরহাটবাসী সর্বদা ডা: মোজাম্মেল হোসেনকে স্মরণে রাখবে। এ অঞ্চলের মানুষের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবেন।
বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট ফাউন্ডেশনের আয়োজনে সদ্য প্রায়ত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা: মোজাম্মেল হোসেনের শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
জেলা প্রশাসক ও বাগেরহাট ফাউন্ডেশনের মো: মামুনুর রশীদ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মোক সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট ২ আসনের মাননীয় এমপি শেখ তন্ময়, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, প্রায়ত সংসদ সদস্য এর একমাত্র ছেলে ড. মাহামুদ হোসেন, মোড়েলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শা-ই-আলম বাচ্চু, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার প্রমুখ। শোক সভা শেষে মরহুমের আত্মার শন্তি কামনা করে দোয় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ৯ জানুয়ারী রাত সাড়ে ১২ টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় এই নেতার মৃত্যু হয়। তিনি বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে শেখ হাসিনার গঠন করা মন্ত্রীপরিষদে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।