চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আজ শুক্রবার বিকালে বেলুন উড়িয়ে স্বপ্ন তরী সাংস্কূতিক সংগঠনের ৫ম বর্ষ পূর্তি পালন করা হয়েছে। এ উপলক্ষে সদরস্থ শাহ আমিন পার্ক চত্বরে এক আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামÑ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান ,পৌর মেয়র মাহাববুল আলম খোকা। সাইফুল আলম তুষারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মাহাববুর রহমান চৌধুরী,সঞ্জিতা বড়-য়া,নুরুল আমজাদ চৌধুরী,মো: সেলিম,তানভীর আহমদ সিদ্দিকী প্রমুখ। পরে প্রধান অতিথি মেধাবী ১শতজন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরতণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।