সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ এর খুটি মাথায় পড়ায় আইয়ুব আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। শুক্রবার বেলা বারটার দিকে উপজেলা সদর ও নওয়াবেঁকী সংযোগ সড়কে ঐ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী উপজেলার সোরা গ্রামের পানা উল্লাহ শেখের ছেলে। এ সময় আইয়ুব আলীর সহযোগী একই গ্রামের শাহ আলম মারাত্বকভাবে আহত হয়।
প্রত্যক্ষদর্র্শী আজিবর রহমান ও মইনুল হোসেনসহ অন্যরা জানায় বেলা ১২ টার দিকে আইয়ুব আলী ও শাহ আলম মটর সাইকেলযোগে নওয়াবেঁকী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। একই সময়ে নওয়াবেঁকী বিদ্যালয়ের অনতিদুরে ট্রাক থেকে কিছু শ্রমিক রাস্তার পাশে বিদ্যুৎ এর খুটি নামানোর কাজ করছিল। একপর্যায়ে ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি খুটি মটর সাইকেলে উপর পড়লে মটর সাইকেল আরোহী দু’জন মাথায় আঘাত পেয়ে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাৎক্ষনিক দু’জনকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আইয়ুব আলীকে মৃত ঘোষনা করে।
শ্যামনগর হাসপাতালের চিকিৎসক ডাঃ মোশশারাত জাহান জানান, হাসপাতালে নেয়ার আগেই আইয়ুব আলীর মৃত্যু হয়। অপর আহত ব্যক্তির মাথায় সেলাই দেয়া হয়েছে।
শ্যামনগর থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে।