মোল্লাহাটে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতি সভা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ওই প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, উপজেলা আ.লীগ সভাপতি কালিপদ বিশ্বাস ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম কবীর। এ ছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবঃ অধ্যক্ষ মোঃ আসগর আলী, যুবউন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক এস,এম, ফরিদ আহম্মেদ ও আব্দুল্লাহিল কাফী, কৃষি কর্মকর্তা আবুল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, উপজেলা মহিলালীগ সভাপতি আম্বিয়া জামান, সাংবাদিক মোঃ আমির আলী, মোঃ জেহাদ সিকদার ও মোঃ মনিরুজজ্জামান মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।