রাজশাহীর মোহনপুরে বিবাহিত এক ব্যক্তিকে ছাত্রলীগ নেতা সাজিয়ে অভিনয় কায়দায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কাড করে দেয়ার আশ্বাস দিয়ে প্রতারনা করে দরিদ্র আহসায় মানুষের কাছে থেকে টাকা নিয়ে হাবিবুর রহমান মিঠু (২৪) নামের কথিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী রুবি খাতুনের ভাই শাহিনুর রহমান বাদি হয়ে গত বৃহস্পতিবার মোহনপুর থানায় প্রতারণার অভিযোগ করলে রাত সাড়ে পৌনে ১১ টার সময় কেশরহাট বাজার থেকে প্রথমে আবদুল হান্নান (৪০) আটক করে। তার দেয়া তথ্যতের ভিত্তিতে উপজেলার বরিঠা গ্রামের ফজলু কাজীর ছেলে কথিত ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান মিঠু (২৪) আটক করে পুলিশ। গভীর রাত পর্যন্ত হান্নান ও মিঠু মোহনপুর থানা হাজতে ছিল। ভোর রাতে জোর তদবির করে হাবিবুর রহমান মিঠুকে থানা হাজত থেকে ছাড়িয়ে নেয়া হয়েছে।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, বাদি পক্ষের কোন অভিযোগ না থাকায় হাবিবুর মিঠুকে ছেড়ে দেয়া হয়েছে। আবদুল হান্নানের বিরুদ্ধে প্রাথমিক ভাবে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মামলা ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, মোহনপুর উপজেলার ইসলাবাড়ী গুচ্ছ গ্রামে গিয়ে উপজেলা ছাত্রলীগের নাম ভাঙ্গীয়ে ছাত্রলীগ নেতা সেজে ২০১৯ সালের ৫ ডিসেম্বর বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড করে দয়ার আশ্বাস দিয়ে নারী পুরুষের কাছ থেকে ২০ হাজার ৮শ’ টাকা হাতিয়ে নেয় তারা। আবদুল হান্নান বিবাহিত। তিনি উপজেলার ধামিন নওগাঁ গ্রামের সালাউদ্দীনের ছেলে। বর্তমানে মোল্লাডাঙ্গী গ্রামে নানার বাড়িতে থাকে। প্রতারনার স্বীকার ময়জান বেওয়ার ছেলে নান্টু জানান, তার মাকে বয়স্ক ভাতা কাড করে দিবে বলে ৪ হাজার টাকা নিয়েছিল। অনেক সুষ্টির পর ২ হাজার টাকা ফেরত দিয়েছে। একই কায়দায় ইসলাবাড়ী গুচ্ছ গ্রামের আবদুল গনির প্রতিবন্ধি মেয়ে রুবি খাতুনের কাছ থেকে প্রতিবন্ধির কার্ডের জন্য ৪ হাজার টাকা, বয়স্ক ভাতার কার্ড দিবে বলে ইসলামের স্ত্রী কহিনুর বেগম (৫৫) কাছ থেকে ৫ হাজার টাকা। মৃত সেফাতুল্লার ছেলে সেকেন্দার আলীর (৫০) এর কাছ থেকে ৫ হাজার টাকা। সাহেব আলীর স্ত্রী সুফিয়া বেগমের কাছ থেকে ২ হাজার টাকা ও মৃত খোদা বক্সের স্ত্রী নুর বানু (৬০) ৩ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। গত বৃহস্পতিবার সন্ধার পর কেশরহাটে আবদুল হান্নানের কাছ থেকে টাকা ফেরত চাইলে সে টাকা ফেরত না দিয়ে উল্টো গালিগালাজ করতে থাকে। থানায় অভিযোগ দিলে রাতেই আবদুল হান্নান ও হাবিবুর রহমান মিঠুকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সাথে কথা বললে তারা জানান, আবদুল হান্নান বিবাহিত সে ছাত্রলীগ নেতা হতে পারেনা। হাবিবুর রহমান মিঠু যদি ছাত্রলীগ নেতা বলে দাবি করলে তা সত্য নয়। কারণ সে উপজেলা ছাত্রলীগের কোন পদে নেই।
মোহনপুর থানার ওসি মোস্তাক আহমম্মদ জানান, আসামি আবদুল হান্নানকে শুক্রবার জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।