আবারো অসহায় দুই পরিবারকে বসতঘর নির্মানের জন্য আর্থিক অনুদান দিলেন-নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, মেঘনা ব্যাংকের ঝুকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, লায়নজাহাঙ্গীর আলম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও বীর বিক্রম শহীদ তরিক উল্লাহ ফাউন্ডেশনের সভাপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক। তিনি শুক্রবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপুর বরকান্দজ বাড়ি (বেতাকিয়া) বাড়ির সদ্য মৃত্যু বরণকারী মোঃ হারুনের বসতঘর নির্মানের জন্য তার পিতার হাতে নগদ ৫০ টাকা তুলে দেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও হারুনের ছেলে পড়ালেখার দায়িত্ব নেন। একদিন দুপুরে লায়ন মানিক কাবিপুর ইউপির ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জাহানার বসতঘর নির্মানের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে।এসময় উপস্থিত ছিলেন-কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ আওয়ামী লীগ নেতা আজাদ হোসেন, যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের মহাসচিব বেলাল হোসাইন ফতেহপুরী আবু তাহের,ফয়সল,সেনবাগ প্রেসক্লাবের যুগ্মসম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী প্রমুখ।
এছাড়াও লায়ন জাহাঙ্গীর আলম মানিক শিক্ষিত বেকারদের চাকুরী,বিবাহ যোগ্য নারীদের বিবাহ,অসুস্থদের চিকিৎসা সহায়তা,অসহায়দের, দুস্থ্যদের বাড়িঘর নির্মান,শীতবস্ত্র বিতরণ করে আসছেন।