রাজশাহীর তানোরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সঙ্গে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউএনও’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন দিবস উদযাপন নিয়েও ঘন্টা ব্যাপি আলোচনা হয়। পরে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান সভায় মিলিত হন। এ সময় সাংবাদিকদের অপ্যায়নও করান ইউএনও।
এতে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু (সোনালী সংবাদ), সিনিয়র সহসভাপতি ইমরান হোসাইন (যুগান্তর ও রাজশাহী সংবাদ), সাধারণ সম্পাদক টিপু সুলতান (কালেরকন্ঠ ও সানশাইন), সহ-সভাপতি লুৎফর রহমান (নয়াদিগন্ত ও সোনার দেশ) ও মনিরুজ্জামান মনি (গণধ্বনি প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন (নতুন প্রভাত), প্রচার সম্পাদক সারোয়ার হোসেন (উত্তরা প্রতিদিন), সদস্য শরিফুল ইসলাম (সোনার দেশ) ও সদস্য আশরাফুল ইসলাম রঞ্জু প্রমুখ।
এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন- তানোর রির্পোটার ইউনিটির সভাপতি অসিম কুমার সরকার (ইত্তেফাক), সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (খোলা কাগজ ও সোনালী সংবাদ), সিনিয়র সাংবাদিক আলিফ হোসেন ও লিংকং সহ আরও অনেকে।