শ্রীমঙ্গলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল 'এক্টিভ সিটিজেনস অব শ্রীমঙ্গল'। এই প্লাটফর্মটি প্রতিষ্ঠা করেন জার্মানীতে অধ্যয়নরত শ্রীমঙ্গলের মেয়ে ইশরাত নাহার ইরিনা।
এ উপলক্ষে বুধবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান, এসি ল্যা- মো. মাহমুদুর রহমান প্রমুখ।
বেসরকারি সংস্হা এমসিডা'র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় এবং এক্টিভ সিটিজেনস অব শ্রীমঙ্গলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
পরে এক্টিভ সিটিজেনস অব শ্রীমঙ্গলের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা ইশরাত নাহার ইরিন তার ভবিষ্যত কর্ম পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোকপাত করে বক্তব্য রাখেন।
ইরিনা তার বক্তব্যে বলেন, এই প্লাটফর্ম একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই প্লাটফর্মে মুলত আমরা জাতি, ধর্ম, বর্ন, দল সবকিছুর উর্ধে উঠে সবাই একসাথে হাত মিলিয়ে কাজ করবো। তিনি বলেন, তরুনদের দক্ষতা বৃদ্ধি, স্হানীয় তরুনদের জন্য সুযোগ-সুবিধা তৈরী করে দেয়া, বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা সৃষ্টি করা ও মা-বাবাদের জন্য শিক্ষামুলক কার্যক্রম হাতে নেয়া যাতে তারা তাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন।
মতবিনিময় সভায় বিভিন্ন বেসরকারি সংস্হার প্রতিনিধি, চা-জনগোষ্ঠির প্রতিনিধি, এক্টিভ সিটিজেনস অব শ্রীমঙ্গল এর সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।