কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল ও বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা রাকিবের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে আশাশুনি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জনতা ব্যাংক চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইনের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম, আশাশুনি সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি আশরাফুজ্জামান তাজ, সেক্রেটারি তানভীর রহমান রাজ, যুবলীগ নেতা আমিরুল ইসলাম ও রানা। এ সময় ছাত্রলীগ নেতা এমডি রাসেল, আলামিন হোসেন, সুমন, শাহরুল, শান্ত ও মিজান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন শ্লোগান সহকারে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।