আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে দু’টি চালু দোকানের তালা ভেঙ্গে মালামাল লোপাট করে দোকান ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে বুধবার ভোর রাতে।
বুধহাটা গ্রামের মৃত আলি বক্স সরদারের পুত্র আবুল কাশেম বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগে জানাগেছে, বুধহাটা কলেজিয়েট স্কুলের দক্ষিণপাশে ১নং খতিয়ানে, ১২৭৬ নং দাগে দেড় শতক জমিতে ‘আল্লাহর দান স্টোর’ নামে কসমেটিক্স ও ‘ফারুক স্টোর’ নামে সেনেটারি ও হার্ডওয়ারের দোকান পরিচালনা করে আসছেন ফারুক হোসেন। দোকানে ৮ লক্ষ ৫৫ হাজার টাকার মালামাল ছিল। দোকান দু’টির মালামাল লুট ও দোকান জবর দখলের লক্ষ্যে অভিযুক্তরা ষড়যন্ত্র করে আসছিলেন। ৩ মার্চ রাত্র ১১ টার দিকে তারা দোকানবন্ধ করে বাড়িতে চলে যান। ৪ মার্চ ভোর সোয়া ৪টার দিকে অভিযুক্ত লিয়াকত সরদার, সাইদুল বারী, জাহিদুল, আকবর, মোস্তাক, মোজাম্মেল, তোফায়ের, জহুরুল, ইকলাচুর, ইলিয়াছ, দোকান দু’টি দখল করে মালামাল আত্মসাৎ করেন এবং দোকানে কীট্নাশক ও সার ঢুকিয়ে দিয়ে দোকানে নতুন করে তালা লাগিয়ে দখলে নিয়েছেন। বাদীসহ তাদের লোকজন ঘটনাস্থানে গিয়ে জানতে চাইলে বিবাদীরা বাঁশের লাঠি, জিআই পাইপ দিয়ে তাদেরকে এলোপাতাড়ী মারপিট করে আহত করেন। স্বাক্ষীরা উপস্থিত হলে তারা জীবন নাশের হুমকী দিয়ে তাদেরকে হাকিয়ে দেওয়া হয়। তাদের ধারণা দোকানে থাকা মালামাল তারা সরিয়ে নিয়ে আত্মসাৎ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবি জানানো হয়েছে।