আশাশুনির বহুল আলোচিত পঞ্চরাম সরকার হত্যা মামলা ৩ মাস না পেরুতেই এটি হত্যা না তিনি হাট ফেইলে মারা গেছেন তা নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে।
থানায় দায়েরকৃত হত্যা মামলার আরজিতে দেখাযায়, উপজেলার ঝিকরা গ্রামের মৃত কানাই লাল সরকারের পুত্র পঞ্চরামকে (৫০) গত বছরের ২ নভেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে তেতুলিয়া বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আসামি ধীরশান্ত সানা তাকে এলোপাতাড়ী কিলঘুষি মারলে অজ্ঞান হয়ে যায়। ৫.৪৫ টার দিকে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় তার স্ত্রী বাদি হয়ে ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন। কিন্তু এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু, এনিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। তার মৃত্যুর মাত্র ১২ দিন পর তার স্ত্রী জবা রানী সরকারের প্রচেষ্টায় ১৪ নভেম্বর রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আশাশুনি অফিস হতে পঞ্চরাম সরকার হাটফেইলে মৃতবরণ করেছেন মর্মে সত্যতা যাচাই পূর্বক ঋণস্থিতি মওকুফ প্রসঙ্গে নির্বাহী পরিচালক আরআরএফ, যশোর বরাবর লিখিত পত্র প্রেরন করেন। যেখানে ৬ জন কর্মকর্তার স্বাক্ষর রয়েছে।
পঞ্চরামকে হত্যা করা হয়েছে অভিযোগে মামলা রুজুর পর তার স্ত্রীর প্রচেষ্টায় এবং একটি বড় এনজিও আরআরএফ কর্তৃক সরেজমিন সত্যাতা যাচাই পূর্বক তিনি হাট ফেইলে মারা গেছেন মর্মে প্রত্যয়ন এর ঘটনা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। আসলেই কি পঞ্চরাম হাট ফেইলে মারা গেছেন? -এনিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ ব্যাপারে আশাশুনি থানার ওসি (তদন্ত) ইমারত হোসেনের সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, ভিসারা রিপোর্ট এখনো আসেনি। না আসা পর্যন্ত তার মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।