আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ডলার চক্র সন্ত্রাসী স্টাইলে হত্যার উদ্দেশ্যে মারপিট করে প্রতিপক্ষের কাছ থেকে নগদ টাকাসহ ৯৮ হাজার ৫ শ’ টাকার মালামাল ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের আক্রমনে শিশুসহ ৪ জন আহত হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুল্যা ইউনিয়নের আইতলা গ্রামের মৃত অহেদ আলি সরদারের পুত্র রবিউল ইসলাম শান্ত বাদী হয়ে থানায় দাখিলকৃত এজহারে জানাগেছে, মহাজনপুর গ্রামের মৃত জাহাবক্স সরদারের পুত্র রেজাউল, মৃত ইঞ্জিল সরদারের পুত্র রহমত, মৃত মুজিবরের পুত্র ইয়াছিন, আঃ রহিমের পুত্র ফজলু, আইতলা গ্রামের আজহারুল, সম্রাট ও মহাজনপুর গ্রামের ইমরান, শাহিন ওরফে কদম একাধিক মামলার আসামি ও একজন জলদস্যু ও অস্ত্রধারী। ডলার চক্রের ফাঁদে ফেলে তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে থাকে। এর প্রতিবাদ করায় তারা বাদীকে মারধর ও খুন-জখম করার ঘড়যন্ত্র করে আসছিল। গত ৩ মার্চ বিকালে তাকে বাড়ির পাশে ইটের সোলিং রাস্তার উপর বাঁশঝাড়ের নিচে ফাঁকা পেয়ে গালিগালাজ এবং নজুকে পুলিশে ধরিয়ে দিয়েছিস কেন জানতে চেয়ে কোমর হতে পিস্তল বের করে মাথায় আঘাত করতে যায় এবং বেদম মারপিট ও গলায় ফাঁস আটকে হত্যার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী নাছিমা ও ভাবি মোমেনা খাতুন এগিয়ে গেলে তাদেরকেও বেদম মারপিট, শ্লীলতাহানি, স্বর্ণাংকার ছিনতাই ও কোল হতে শিশু পুত্র নাছিম (৩) কে টেনে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয়। ফলে নগদ টাকাসহ ৯৮ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নেয়। স্বাক্ষীরা এগিয়ে গেলে জীবন নাশের হুমকী দিয়ে আক্রমনকারীরা কেটে পড়ে। গুরুতর আহত রবিউলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।