আশাশুনিতে জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
উত্তরণ- অপ্রতিরোধ্য প্রকল্পের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। উপজেলা ভূমি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে কর্মশালায় মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মনিরুজ্জামান সমাদ্দার। জলমহাল ব্যবস্থাপনা কমিটি, ভূমি কমিটি, সাংবাদিক ও মৎস্যজীবিদের অংশগ্রহণে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ও অংশগ্রহনকারীদের মধ্যে আলোচনা রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সমবায় কর্মকর্তা মোঃ করিমুল হক, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান, কানুনগু অরুন কুমার দত্ত, ভূমি কমিটির সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সদস্য জি এম মুজিবুর রহমান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল-ফারুক, মৎস্যজীবি সুবোধ মন্ডল প্রমুখ।