দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের বাল্য শিক্ষক, আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত শুভেন্দু রায়ের বসতবাড়ি জবর দখল হয়ে গেছে। তার শেষ ইচ্ছে ‘ভবনটিকে পাঠাগার হিসাবে প্রতিষ্ঠা’র কাজটিও বাস্তবায়ন সম্ভব হচ্ছেনা।
সর্বজন শ্রদ্ধেয়, শান্তশিষ্ট স্বভাবের শিক্ষাগুরু শুভেন্দু রায় চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি মৌজায় ৩৯১ নং খতিয়ানে ৩৩ শতক জমি ক্রয় করে সেখানেই বসবাস শুরু করেন। কাঠের বেড়া, খোলাদিয়ে ছাউনি ৮ চলাবিশিষ্ট একটি ঘরে ছিল তার বসবাস। ২১২ দাগে বাড়ি হিসাবে ২০ শতক ও ২১৩ দাগে বাগান হিসাবে ১৩ শতক মোট ৩৩ শতক জমি তার নামে রেকর্ডও হয়েছে। ৩৩ শতক জমির মধ্যে তাকে দেখাশুনা করার কারণে অঞ্জনা অধিকারীকে ৫ শতক লিখে দেন এবং নিমাই দেবনাথের কাছে ২২ শতক বিক্রয় করেন। বাকী ৬ শতক জমিতে তিনি বসবাস করতেন। এই বাড়িতেই তিনি শেষ জীবন পর্যন্ত বসবাস করেছেন। তিনি আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতাকরাকালীন বর্তমান দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাহেবের শিক্ষক ছিলেন। ইকবাল মাহমুদ সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব থাকাকালীন শ্রদ্ধেয় শিক্ষকের বসবাসের ঘরের অবস্থা অবহিত হয়ে চলনসই পাকা এককক্ষ বিশিষ্ট একটি পাকা ঘর নির্মানের ব্যবস্থা করেন। যেখানে শিক্ষকের ইচ্ছামত একটি পাঠাগার স্থাপন করে এলাকার জ্ঞানপিপাসু মানুষের উপকারে আসার প্রত্যাশা ছিল। ২০১২ সালে ২৮ নভেম্বর তিনি (শিক্ষক শুভেন্দু) মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ১৮/১১/১১ তারিখে তিনি তার কন্যা সাকিলা খাতুন ওরফে অঞ্জনা রায়কে চিঠি লিখে বাড়িতে ডেকেছিলেন। চিঠিতে “ঢাকা থেকে আমার ছাত্র (ইকবাল মাহমুদ সাহেব) আমাকে মোবাইল করেছেন---” উল্লেখ করে সাকিলাকে বাড়িতে ডেকে নিয়ে অনেককিছু বলে গিয়েছিলেন। মৃত্যুর পর সাকিলা ওরফে অঞ্জনা পিতার শেষ ইচ্ছামত শেষকৃত্যতে ছিলেন, তার ঘরের সকল দ্রব্যসামগ্রী তার পিস্তুতো ভাই শিক্ষক উদয় ব্যানার্জী, মাস্তুতো ভাই বিশ্বজিৎ চক্রবর্তী ও অরুন কুমার ব্যানার্জীকে সাথে নিয়ে মিলেমিশে ঘরে তালা আটকে রাখেন। সাকিলা, বিশ্বজিৎ ও অরুন তিনজন তিনটি চাবি রাখেন। পিতার ইচ্ছামত তারা তার বসবাসের ঘরটিকে পাঠাগার করার কাজ করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন। কিন্তু মৃত কোমল অধিকারীর স্ত্রী অঞ্জনা অধিকারী কাউকে কিছু না জানিয়ে ওই ঘরের তালা ভেঙ্গে জবর দখল করে নিয়েছেন।
এনিয়ে পুলিশ প্রশাসনকে অবহিত ও ইউপি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করলেও কাজের কাজ কিছুই হয়নি। শিক্ষক উদয় ব্যানার্জী জানান, তার ঘরটি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ স্যার ও মুকুল সাহেব করে দিয়েছিলেন। ঘরটিতে লাইব্রেরী করার কথা ছিল। আমরা ঐজমি ভোগদখল করতে চাইনা, সেখানে তার স্মৃতি রক্ষার্থে লাইব্রেরী করতে চাই। সেটি আমরা, ইউনিয়ন পরিষদ ও সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হোক আমাদের বাধা নেই। দুদক চেয়ারম্যানের স্যারের জমি ও ঘরবাড়ি জবর দখলের ঘটনায় এলাকার মানুষ হতাশ হয়ে পড়েছে। অবিলম্বে অবৈধ জবর দখল উচ্ছেদ পূর্বক শিক্ষকের ভিটেবাড়ি উদ্ধারের জন্য জন প্রতিনিধি, প্রশাসন এবং সর্বোপরি দুদক চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, মৃত শিক্ষকের স্বজন ও ছাত্র-ছাত্রীরা।