খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনাস্হ ভিলেজ সুপার মার্কেট চত্বরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি যৌথভাবে আন্তর্জাতিক নারী দিবস -২০২০ উদযাপিত হয়েছে । এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে সফল নারী উদ্যোক্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সফল প্রকল্প কৃষিপণ্য, মৎস ও প্রাণী সম্পদ এর আধুনিক ও টেকসই প্রযুক্তি উদভাবন এবং প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও বাজার জাত করণের লক্ষ্যে নিরাপদ খাদ্য ও পুষ্টির নিশ্চয়তার জন্য প্রান্তিক কৃষক ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে। এছাড়াও নারী ক্ষমতায়নের প্রয়োজনে নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি মা ও শিশু স্বাস্থ্য , পুষ্টি, যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার এবং নারী ও কিশোরীদের ক্ষমতায়িত করার কার্যক্রম পরিচালিত হচ্ছে । ফলে, যৌন ও প্রজনন স্বাস্থ্যের অধিকার, পুষ্টি শিক্ষা, নারী ও কিশোরীদের উপার্জনের সুযোগ সৃষ্টি করেছে এবং নারী ও পুরুষের সমতাসহ নারীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে । এ সম্মেলনে অংশ নিয়েছেন দক্ষিন-পশ্চিমাঞ্চলের খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, এবং সাতক্ষীরা জেলার ১৩ টি উপজেলার সফল প্রকল্পের নারী উদ্যোক্তা,খামারী এবং কমিউনিটি পুষ্টি স্বেচ্ছাসেবিকাগন । নারী উদ্যোক্তাদের জন্য স্বত্বাধিকারী, স্বকীয়তা ও সুযোগ সৃষ্টির প্রয়াসে আন্তর্জাতিক নারী দিবস -২০২০ এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার । এটি এসডিজিএর ৫নং লক্ষ্যের সাথে যথার্থতা রাখে যা নারী পুরুষের মধ্যে সমান সুযোগ সৃষ্টি করা এবং সর্বত্র নারীদের অর্থনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষমতায়নের জন্য যে সহযোগীতা দরকার তা প্রদান করা । বাংলাদেশে সলিডারিডাড ৬ লাখ ১২ হাজার ২৪৭ জন নারী, ১৩৬ জন নারী উদ্যোক্তা এবং ১৩০ জন কমিউনিটি পুষ্টি স্বেচ্ছাসেবিকা তৈরি করেছে যারা উদ্যোক্তা হিসাবে কাজ করছে এবং গ্রামীন মানুষের দোর গোড়ায় সেবা প্রদান করছে । সম্মেলন অনুষ্ঠানের শুরুতে প্রোগ্রাম ম্যানেজার মো: আবু ইউসুফ তার স্বাগত বক্তব্যে সফল প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন এবং নারীদের পরিবর্তন আনতে হলে নারীদেরকেই এগিয়ে আসতে হবে এবং নারীদের বানিজ্যিকভাবে উদ্যেক্তা হবার আহবান জানান। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহনাজ বেগম । তিনি তার বক্তব্যে বলেন,সফল প্রকল্পের মাধ্যমে নারীদের মধ্যে যে উদ্যোক্তা তৈরী হয়েছে তা একটি উৎসাহ ব্যঞ্জক এবং দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে একটি রোল মডেল বলে উল্লেখ করেন।মৃজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।তিনি সফল প্রকল্পের কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যদেন মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনার উপ-পরিচালক নার্গিস ফাতেমা জামিন, তিনি তার বক্তব্যে সকল নারী উদ্যোক্তাদের তাদের ব্যবসায়িক কার্যক্রমে সার্বিক সহযোগীতা ও প্রশিক্ষনের আশ্বাস প্রদান করেন । এছাড়াও সম্মেলন বিশেষ অতিথির বক্তব্যদেডা: উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তার ডাঃ মোঃ শরিফুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্ত মোঃ আবু বক্কার সিদ্দিক, জনাব কৃষিবিদ মো : মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রীনা মজুমদার, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু,স্হানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। সফল নারী উদ্যোক্তাদের মধ্যে শিখা রানী চক্রবর্তী (কৃষি উদ্যোক্তা এবং লিড ফার্মার) এবং পূজা বিশ্বাস (উদ্যেক্তা দুগ্ধ সংগ্রহ কেন্দ এবং লিড ফার্মার তাদের সফলতার কাহিনী,অভিজ্ঞতা,ভবিষৎ পরিকল্পনা উপস্থাপন করেন । উক্ত অনুষ্ঠানে ৪৫ জন সফল নারী উদ্যোক্তাদের তাদের কাজের সফলতার স্বীকৃতি প্রধান অতিথি কর্তৃক ক্রেস্ট প্রদান করা হয় । এছাড়া অনুষ্ঠানে সরকারী বে-সরকারী কর্মকর্তা, লিড ফার্মার, প্রকল্পের স্টাফ ছাড়াও ৬০০ জনের অধিক কৃষক এবং কৃষানী উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের মধ্যে শিখা রানী চক্রবর্তী (কৃষি উদ্যোক্তা এবং লিড ফার্মার) এবং পূজা বিশ্বাস (উদ্যেক্তা দুগ্ধ সংগ্রহ কেন্দ এবং লিড ফার্মার তাদের সফলতার কাহিনী,অভিজ্ঞতা,ভবিষৎ পরিকল্পনা উপস্থাপন করেন । সভাপতির বক্তব্যে মোসাঃ সুরাইয়া খাতুন প্রোগ্রাম ম্যানেজার, সফল প্রকল্প, খুলনা অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ, কৃষকবৃন্দ, স্থানীয় খামারী, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন কে অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য ধন্যবাদ জানান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিসেস ন্যান্সি ইফফাত। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রাগ্রাম ম্যানেজার, সফল প্রকল্প, খুলনা অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, উদ্যোক্তাবৃন্দ, কৃষকবৃন্দ, স্থানীয় খামারী, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন কে অনুষ্ঠানে অংশ গ্রহনের জন্য ধন্যবাদ জানান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিসেস ন্যান্সি ইফফাত। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।