রাজশাহীর তানোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এউপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা দপ্তরের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রধান অতিথির দেন বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান, তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম ছাড়াও উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার নারীরা উপস্থিত ছিলেন।