কালিগঞ্জে ২৫০ গ্রাম গাঁজাসহ বাবলু হোসেন ওরফে কালু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের জিন্নাত আলী সরদারের ছেলে।
থানার সহকারী উপ-পরিদর্শক রুপক কুমার সাহা জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে থানার উপ-পরিদর্শক অনুপ কুমার ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ মাদক ব্যবসায়ী বাবলু হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় বাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার ও বাবলু হোসেনকে আটক করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।