ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোসাদ্দেক হোসেন,উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার,উপজেলা সমবায় কর্মকর্তা এফ,এম সেলিম আখতার,পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ব্যবস্হাপক প্রতাপ চন্দ্র দাস প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।