খুলনার ডুমুরিয়ায় পরিবেশ বিপর্যয় রোধ কল্পে ইট ভাটা সমুহে উন্নত প্রযুক্তিতে রুপান্ত বিষয়ে উদ্যেক্তাদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় ইউএনও কার্যালয়ে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শাহানাজ বেগম। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যদেন খুলনা বিভাগীয় পরিবেশ দপ্তরের পরিচালক সাইফুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিবেশ দপ্তরের উপ-পরিচালক মোঃ আছাদুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। সভায় অন্যানের মধ্যে বক্তব্যদেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) সঞ্জিব দাস, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল লতিফ জমাদ্দার,কোষাধ্যক্ষ রঞ্জন সরদার,গাজী আব্দুস ছালাম,ইকবাল জমাদ্দার,জাহিদ হোসেন,শেখ তোফাজ্জেল হোসেন, শেখ নরুল ইসলাম,ফজলুর রহমান প্রমুখ।কর্মশালায় জানানো হয় সরকার ২০২৫ সালের মধ্যে প্রচলিত ইটের পরিবর্তে নতুন প্রযুক্তির উদ্ভাবিত ইট ব্যবহারে সিদ্ধান্ত নিয়েছে।