নানা ঘটনার পর অবশেষে বাতিল হওয়ার দীর্ঘ সাত মাস পর নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার রাতে নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক এ্যাডভোটেক আবদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওই কমিটি ঘোষনা করা হয়। বৃহস্পতিবার সেনবাগ প্রেসক্লাবে এসে বিএনপি নেতৃবৃন্দ কমিটির একটি চিঠি সাংবাদিকদের নিকট হস্তান্তর করেন।
ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক করা ওবায়দুল হক চেয়ারম্যানকে ও সদস্য সচিব পদে মাষ্টার মোক্তার হোসেন ইকবালকে এবং সেনবাগ পৌরসভা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মাষ্টার আবদুল হান্নান লিটনকে ও কামাল উদ্দিন বাবুলকে সদস্য সচিব করে ৬০ সদস্য বিশিষ্ঠ্য কমিটি গঠন করা হয়েছে।
এতে বিএনপি দলীয় সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ও তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সেনবাগ উপজেলা বিএনপিরসাবেক সেক্রেটারী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাজী মফিজুর রহমানকে সদস্য পদে রাখা হয়েছে।
এদিকে নানা ঘটনার পর দীর্ঘ সাত মাস পর উপজেলা ও পৌরসভা বিএনপির কমিটি ঘোষনা হওয়ায় দলীয় সকলস্তরের নেতাকর্মিদের মাঝে স্বস্তি ফিরে আসে।