ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামের জমিতে আখের শুকনো পাতা পুড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আফসার মালিথা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজে তিনি মারা যান। নিহত আফসার পুকুরিয়া গ্রামের মৃত শমসের মালিথার ছেলে।
নিহতের ভাইপো মাহবুব মালিথা জানান, বুধবার বিকেল ৫ টার দিকে তিনি মাঠে আখের পাতা পোড়াতে যান। অসর্তকতা অবস্থায় হঠাৎ ওই আগুন নিজের শরীরে লেগে যায়। এ সময় আশপাশে তেমন কেউ ছিল না। তার চিৎকারে মাঠে থাকা আশে পাশের মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে। শরীরের বিভিন্ন স্থানে পুড়ে মারাত্নক ভাবে ক্ষতি হয়।
তিনি আরো জানান, প্রথমে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার তার অবস্থা বেগতি দেখে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।