রাজশাহীর মোহনপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম ও বাবা পিয়ার বক্সের বিরুদ্ধে জোর করে আমগাছ কর্তৃন ও জমি থেকে সরিষা তুলে নেয়ায় ও জমি দখল সাধারণ মানুষকে জড়িয়ে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির অভিযোগ এনে ভোক্তভোগীসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ভীমনগর গ্রামে জাহাঙ্গীর আলমের কর্তৃনকৃত আমবাগাছে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, উপজেলার ভীমনগর গ্রামের পিয়ার বক্স ও তার ছেলে ধুরইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে অংশীদার জমিদখল ও ভীমনগর গ্রামের সাধারণ মানুষকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। ক্ষমতাশীল যুবলীগ নেতা ও তার বাবার হয়রানির হাত থেকে রক্ষার জন্য ভোক্তভোগী ও এলাকাবাসিরা মানববন্ধন করেছেন। মানববন্ধে বক্তব্য রাখের ধুরইল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য মর্জিনা বেগম, ভীমনগর গ্রামের ভোক্তভোগী জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সোহেল রানা, সিদ্দিকুর রহমান, আনিসুর রহমান বকুল, শরিফুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।
ধুরইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলামের ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, মানববন্ধে আমাকেসহ আমার বাবার বিরুদ্ধে যেসকল অভিযোগ করেছেন তা সত্য নয়।