পানি ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় আমভিটা স্লুইজ গেট সংলগ্ন মাঠে বিল ডাকাতিয়া পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন ও হরি ভদ্রা পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিল ডাকাতিয়া পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি এ এস এম নূর আহম্মেদ মুকুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। বিশিষ অতিথি ছিলেন; খুলনা পওর বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি ও ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন; রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন, ধামালিয়া ইউপিট চেয়ারম্যান রেজোয়ান মোল্যা, ফুলতলা উপজেলার এ,ই,ও শামীম আরা, ব্লু গোল্ড প্রোগ্রাম খুলনার কো-অর্ডিনেটর মতিউর রহমান, সিনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার মোঃ আজিজুর রহমান, ডব্লিউএমএ-এর কো-অর্ডিনেটর জয়নাল আবেদীন, মোঃ মতলেব গোলদার, মেসবাহুল আলম টুটুল, আদিত্য মন্ডল, গাজী আঃ সালাম প্রমুখ।