জয়পুরহাটের ক্ষেতলালে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক বিশেষ প্রচার কার্যক্রম এর অংশ হিসেবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্ম, উন্নত রাষ্ট্র গঠন, সামজিক সম্প্রীতি রক্ষা, ধর্মীয় উগ্রবাদ এবং গুজব প্রতিরোধ বিষয়ে আলোচনা ও চলচিত্র প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা শহীদ মিনার চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক জয়পুরহাট মোহাম্মদ জাকির হোসেন,জেলা তথ্য কর্মকর্তা মাহফুজার রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,মোস্তাকিম মন্ডল,চেয়ারম্যান ক্ষেতলাল উপজেলা পরিষদ,সিরাজুল ইসলাম বুলু, মেয়র ক্ষেতলাল পৌরসভার, আবদুল মজিদ মোল্লা, সভাপতি ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলার সকল মসজিদের ঈমাম, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।