চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভায় বসতবাড়িতে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প বাস্তবায়নে অংশীদারিত্ব চুক্তি বৃহস্পতিবার সকালে পৌরসভা কার্যালয়ে সম্পাদন করা হয়। বিশ্ব ব্যাংক ও এশিয়ান ইনফ্র্যাস্ট্র্যাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর অর্থায়নে ৮৭ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেন
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী সুমন রায় এবং চন্দনাইশ পৌর মেয়র মাহাববুল আলম খোকা। মেয়র মাহাববুল আলম খোকার সভাপতিত্বে চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম-১৪আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি ছাড়া পৌর প্রকৌশলী লুৎফর রহমান,কাউন্সিলর,পৌরসভা আ.লীগের সভাপতি কায়সার উদ্দিন চৌধুরী ,মাহাববুর রহমান চৌধুরী এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সাংসদ নজরুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন,শঙ্খ নদ হতে পানি সংগ্রহ করে পৌরসভার নিজস্ব স্থানে ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পৌরবাসীদেরকে বিশুদ্ধ পানি সরবরাহ দেওয়া হবে। জাতির জনকের কন্যা শেখ হাসিনা মাটি ও মানুষকে ভালবাসেন বলে চন্দনাইশ পৌরবাসীর জন্য জাতির জনকের শতবর্ষ জন্ম বার্ষিকী বা মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার যা এখানকার মানুষের জন্য আজীবন মাইন ফলক হয়ে থাকবে। তিনি এ সময় প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।