সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। জানা গেছে খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী শাহানশাহ নওশাদ ও ভ্রমর খালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানা রঞ্জন পালের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ৯ টার দিকে সুন্দরবন ভ্রমরখালী টহল ফাঁড়ির অধিনস্থ বড় কুকুমারি প্রবেশ নিষিদ্ধ এলাকা থেকে মাছ, নৌকা সহ তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন মংলা উপজেলার কানহী নগর গ্রামের আলতাফ সানা (৫০) উজ্জ্বল (৩০) ও দুলাল (২৫)। খুলন রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন অপরাধ আইনে মামলা প্রস্তুতি চলছে।