নোয়াখালীর সেনবাগ উপজেলার শায়েস্তাানগর যুবসমাজ ও শায়েস্তাানগর সৃজনশীল সামাজিক সংগঠেন উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে শায়েস্তানগর আকুয়ালী বাড়ির দরজায় সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ সভাপতিত্বে ও মাওলানা বেলায়েত হোসেন সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন মেঘনা ব্যাংকের ঝুকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্ব লায়ন জাহাঙ্গীর আলম মানিক। মাহফিলে প্রধান বক্তা হিসাবে মহানগ্রন্থ আল কোরআন থেকে থেকে বয়ান করেন মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা ওমর ফারুক, মাওলানা সফি উল্লাহ সেলিম প্রমুখ। ওয়াজ ও দোয়া মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন শায়েস্তানগর সৃজনশীল সামাজিক সংগঠন।