এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার অবৈধ সম্পদের মামলার তদন্ত করবে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত কার্যালয় ঢাকাণ্ড১। দুদকের তফসিলভূক্ত অপরাধগুলো তদন্ত করবে কমিশন। আইনশৃঙ্খলাবাহিনী ও দুদকের নির্ভরযোগ্য সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সম্প্রতি ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়ার আরেক বাড়িতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ২৭ কোটি (২৬ কোটি ৫৫ লাখ ৬০০ টাকা) টাকা জব্দ করে প্রশাসন।
পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে আওয়ামী লীগের বহিস্বকৃত নেতা এনু-রুপনের একটি বাসা থেকে টাকা ও সোনা উদ্ধার করে র্যাবের হেফাজতে নেয়া হয়। পাঁচটি সিন্দুকে থরে থরে সাজানো এই টাকা ছাড়াও সেখান থেকে ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআরের কাগজপত্র, মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা ও প্রায় এক কেজি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এনু ও রুপন- এ দুই ভাই গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের নেতা।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, পুরান ঢাকার ওই বাসার ঠিকানা ১১৯/১ লালমোহন সাহা স্ট্রিটের সরু গলির ওই বাসায় পাঁচটি সিন্দুকভর্তি টাকা রাখা হয়েছিল। বাসাটি খুব ছোট আকারে। এখানে মাত্র একটি চৌকি ছিল। এটি ছয়তলা ভবনের নিচতলার একটি বাসা। ধারণা করা হচ্ছে, এ বাসায় টাকা রেখে কেউ এর পাহারায় থাকতেন। তবে এখান থেকে কাউকে আটক করা যায়নি। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের পরিচালক এনামুল হক এনু ছিলেন গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি। তার ভাই রুপন ভূঁইয়া ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক।
গত বছর ১৮ সেপ্টেম্বর ঢাকার কয়েকটি ক্লাবের সঙ্গে ওয়ান্ডারার্সে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম, কয়েক লাখ টাকা ও মদ উদ্ধার করে র্যাব। এরপর ২৪ সেপ্টেম্বর গেণ্ডারিয়ায় প্রথমে এনু ও রুপনের বাড়িতে এবং পরে তাদের এক কর্মচারী ও তাদের এক বন্ধুর বাসায় অভিযান চালিয়ে পাঁচটি সিন্দুকভর্তি প্রায় ৫ কোটি টাকা, আট কেজি স্বর্ণ এবং ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাবের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সিন্দুকে পাওয়া ওই টাকার উৎস ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো থেকে।