জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ে চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) আয়োজনে বিটিআরআই ফার্মসহ প্রতিষ্ঠানের নিরক্ষর শ্রমিকদের মধ্যে বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।
চা গবেষণা প্রতিষ্ঠানককে শতভাগ স্বাক্ষরতার আওতায় নিয়ে আসার এই উদ্যোগে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: সোহায়েল হোসেন খান, পিএসসি'র নির্দেশনায় মুখ্য ভূমিকা পালন করেন চা গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ আলী ও প্রকল্প উন্নয়ন ইউনিটের( পিডিইউ) পরিচালক ড. এ কে এম রফিকুল হক।
বিটিআরআই পরিচালক ড. মোহাম্মদ আলী জানান, বিটিআরআই ছাড়াও বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন ৪ টি চা-বাগানেও একযোগে বয়স্ক শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। চা-বাগানগুলো হলো--দেওড়াছড়া, নিউসমনবাগ, কাশিপুর, পাথারিয়া ও বিলাসছড়া পরীক্ষণ চা খামার।
সুত্র জানায়, তাদের সমগ্র শিক্ষা উপকরণ বিনামূল্যে বিতরন করা হয়েছে। এক বছর মেয়াদি এই কার্যক্রমে আশা করা যাচ্ছে শ্রমিকগণ কেবলমাত্র স্বাক্ষরতাই নয় যে কোনো লেখা পড়তে ও লিখতে পারবেন।
গত ১ মার্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অন্ষ্ঠুানে প্রধান অতিথি ছিলেন বিটিআরআই'র পরিচালক ড. মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পিডিইউ'র পরিচালক ড. একেএম রফিকুল হক। আরও উপস্থিত ছিলেন বিটিআরআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহমদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, অফিস ইনচার্জ হাবিব বাহার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসেস রীতা দত্ত।
প্রধান শিক্ষক সায়েক আহমদ জানান, আগামীকাল থেকে আনুষ্ঠানিক ক্লাস শুরু হবে।