কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল সন্ত্রাসী হামলায় নিহত হওয়ার প্রতিবাদে কয়রার কপোতাক্ষ কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ৫ মার্চ সকাল ১০ টায় কয়রা কপোতাক্ষ কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি কয়রা সদরের সড়ক প্রদিক্ষন শেষে কলেজ চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খুললা জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাসুদ রানা, জেলা সদস্য মাহিন, মওদুদ হাসান মিলন, সাবেক ছাত্রলীগ নেতা আছাফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হান কবির চঞ্চল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা শেফার, ছাত্রলীগ নেতা ইসমাইল, রিজভী, বিল্লাল হোসেন,মোস্তাফিজুর রহমান,বিল্লু শরিফুল, মামুন, আশিক, নায়িম, সিয়াম, সাদিক,শান্ত, ফয়সাল প্রমুখ। সমাবেশে বক্তরা এ ঘটনায় সাথে জড়িত সকলকে আটক করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।