"প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নোয়খালীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ, মানববদ্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা প্রশাসক তন্ময় দাস বলেন, নারীরা যাতে পুরুষের সাথে সমান তালে সর্বক্ষেত্রে এগিয়ে আসতে পারে সে ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
সমাবেশে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওর্য়াক, জাতীয় মহিলা সংস্থা সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, স্থানীয় সরকার উপ-পরিচালক আবদুর রউফ মন্ডল,জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক কামরুন নাহার, ব্র্যাক জেলা সমন্বয়কারী আক্তারুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. মেহেদী হাসান প্রমুখ।