পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মনিরামজোত জেমজুট সংলগ্ন মাঠে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা। গত বুধবার বাদ আসর আমবয়ানের মধ্যে দিয়ে এই ইজতেমা শুরু হয়। রংপুর মাকার্জের আহলে সুরা প্রফেসর মোঃ সাজ্জাদুর রহমান আমবয়ান করেন। দিল্লীর নিজামউদ্দিন বিশ্ব মার্কাজের (মাওলানা সাদ পন্থী) অনুসারী তাবলীগ জামাত এই ইজতেমার আয়োজন করেন। এ সময় দিল্লীর নিজামউদ্দিন বিশ্ব মার্কাজের আহলে সূরা মাওলানা সাদি আহমেদ ও মাওলানা হাসান মাসউদ, কাকরাইল মার্কাজ ও পঞ্চগড় জেলা মার্কাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মাওলানা সাদ পন্থী তাবলীগ জামাতের প্রভাষক মুক্তার আলী জানান, এই ইজতেমা ৫, ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশাসনের নির্দেশে ইজতেমার তারিখ পরিবর্তন করে ৪, ৫ ও ৬ মার্চ করা হয়। এ কারণে একদিন আগেই এ ইজতেমা শুরু হয়েছে। প্রায় অর্ধ লাখ তাবলীগ জামাতের অনুসারীসহ হাজার হাজার মুসল্লী এই ইজতেমায় অংশ নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। ৬ মার্চ শুক্রবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে।