কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ মিলনাতনে বুধবার সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ২৬ শে মার্চ স্বাধীনতা ও জাতীয় উদযাপন উপলক্ষ্যে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ প্রস্ততি সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন এসিল্যান্ড মোঃ আজগর আলী ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া, পি, আই, ও মোঃ সাইদুর রহমান: ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোঃ ইফতে খারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা সর্দার আবু সালেক, মোঃ মুনতাকিমুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আবদুস সোবহান, হায়দার আলী, শিক্ষক মজিবর রহমান, সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন), চেয়ারম্যান সর্দার হাসেম উদ্দীন হাসু, আশরাফুল ইসলাম মুকুল, আবু ইউসুফ লালু। সভায় যথা যথ ভাবে ওই দিবস সমূহ পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।