গত ২ ফেব্রুয়ারী খুলনা জেলা বিএনপি অফিসের সামনে চিহিুত সন্ত্রাসী কর্তৃক ডুমুরিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেনের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বুধবার বিকেলে শাহপুর বাজার বিএনপি কার্যালযে এক সভা অনুষ্ঠিত হয।
২নং রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আঃ রব আকুঞ্জীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও ডুমুরিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আবদুল হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এএম জহুরুল ইসলাম, এফ এম মাসুদুল হক, এস এম রবিউল ইসলাম বাবলু, মোঃ মনিরুজ্জামান মনি, জি এম শাহেদুজ্জামান বাবু, বিএম আইয়ুব হোসেন, খান সালাউদ্দিন, একেএম জাফর ইকবাল, মোঃ নুরুজ্জামান কিসলু, ডা. আলমগীর হোসেন, আরতি বৈরাগী, এস এম বাচ্চু আহম্মেদ, আঃ গফ্ফার মোড়ল, আতাউর রহমান মোড়ল, অসীম কুমার মন্ডল, মনিরুল ইসলাম, জিএম বাবুল আক্তার, শহিদুল ইসলাম মোল্যা, তারক চন্দ্র মন্ডল, এ এম ওয়াহিদুজ্জামান, শচীন্দ্রনাথ মন্ডল, জিএম হাবিবুর রহমান, আলামিন সরদার, শেখ হাকিম,মোসলেম উদ্দিন, সরদার কায়েস, আঃ গফ্ফার মোল্যা, সোহাগ সরদার, আঃ মালেক ফকির, মোহাম্মাদ আলী, এ এম শরফুল ইসলাম প্রমুখ।