খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে বাস চাপায় ১ জন নিহত ও ৫ আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে এম,এ লতিফ ফিলিং স্টেশনে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা- সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরের এম,এ লতিফ ফিলিং স্টেশনে সকাল সাড়ে ৭ টার দিকে খুলনাগামী যাত্রীবাহী মাহিন্দ্র যার নম্বর খুলনা মেট্রো-থ ১১-১৩৩৮ ফিলিং স্টেশনে জ্বালানি নেয়ার জন্যে যাচ্ছিল। এ সময় পিছন দিক থেকে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস যার নম্বর ঢাকা মেট্টো চ- ৮৯৬২ নিয়ন্ত্রন হারিয়ে মাহিন্দ্রটিকে সজোরে ধাক্কা দিয়ে ফিলিং স্টেশনের ভিতর ঢুকে পড়ে। এতে মাহিন্দ্র থাকা যাত্রী ডুমুরিয়ার সাহস এলাকার মাদ্রাসা পড়ুয়া ছাত্র হাফেজ মাওলানা মোসলেম উদ্দীন (৩৫) ঘটনা স্হলে নিহত হন। এ ছাড়া ডুমুরিয়া সদরের সন্তান সম্ভাবা নারী তাজিনা বেগম(৩০),সেতু সরদার(২৮),মাহিন্দ্র চালক রবিউল ইসলাম(৩০), জাবিদ বিশ্বাস(৩৪) ও রায়হান (২৮) নামের মাহিন্দ্রা যাত্রী আহত হন।দূর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও লাইফ সেভিং টীমের সদস্যরা দূর্ঘটনা স্হলে হতে আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করে।দূর্ঘটনায় মহিন্দ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং পিলিং স্টেশনের ডিসপেনসারী ও পিলার ভেঙ্গে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ডুমুরিয়া স্বাস্হ্য কমপ্লেক্সে কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা হিমেল ঘোষ জানান, আহতদের মধ্যে তাজিনা বেগম অন্ত:সত্বা।হাসপাতে ভর্তি হওয়া অন্যান আহতরা মোটামুটি আশংক্খা মুক্ত। পুলিশ ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।