নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ কর্মী রাকিব ও কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান রাসেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ শাখা। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধী-মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও ছাত্রলীগ কর্মী রাকিব ও রাসেলের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ মাস্তির দাবি জানান।
মঙ্গলবার রাতে বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ সহ ছাতছাত্রলীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভূষন রোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানপ এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মনির হোসেন (সুমন) বলেন, যখন বাংলাদেশে রাজনীতিতে এক ধরনের শান্তি বিরাজ করছে তখন একাত্তরের প্রেত্নাতারা আমাদের ভাইদের ওপর হামলা করে তাদের হত্যা করছে। আমরা দিন-রাত তাদের প্রতিহত করতে আন্দোলন করে যাবো। ছাত্রলীগ বসে থাকবে না, দুর্বার আন্দোলন চালিয়ে যাবে।
উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন (জুয়েল) বলেন, একাত্তরের কুচক্রী মহল দিনে দুপুরে চায়ের দোকানে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। সেখানে আমাদের তিনজন কর্মী গুলিবিদ্ধ হয়েছে। একজন ইন্তেকাল করেছেন। আমরা এ হামলার তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এছাড়াও আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন বলেন, ‘রক্ত দিয়ে রক্তের বদলা নিতে হবে। জামাত-শিবিরকে আর সহ্য করা হবে না। আমরা যখন বিৃটিশের উপনিবেশবাদ বিরোধী আন্দোলন করেছি তখনও জামায়াত-শিবিরের আন্দোলনের বিরোধিতা করেছে। যখন ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি সেদিনও জামায়াত-শিবির স্বাধীনতা বিরোধী হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। এ সময় তিনি সাংবিধানিকভাবে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ চান।’
রোববার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্লাহ বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন ছাত্রলীগের হাবিব, রনি, মনু, রায়হান ও রাকিব। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় শিবির কর্মীরা। এতে রাকিব ও রায়হান গুলিবিদ্ধসহ আহত হন অন্যরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে রাকিবের মৃত্যু হয়।