বাংলাদেশ দূনিীতি দমন কমিশন কর্তৃক কালীগঞ্জে উপজেলা পর্ষায়ে বিতর্ক প্রতিযোগিতা ২০২০ শুরু হয়েছে। মাধ্যমিক পর্ষায়ের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টানের অংশগ্রহনে এ উপজেলার ৮ টি ভেনুতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার সকালে সরকারী ভ’ষন বিদ্যালয়ে অনুষ্ঠিত ভেন্যুতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা। ”দূর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভ’মিকায় মূখ্য” শীর্ষক এ বিতর্ক প্রতিযোগীতায় নলডাঙ্গা ভ’ষনস্কুল ভেন্যুতে মোট ৮ টি শিক্ষা প্রতিষ্টান অংশগ্রহণ করে। এদের মধ্যে মোচিক মাধ্যমিক বিদ্যালয় ১ম ও সরকারী নলডাঙ্গা ভ’ষন স্কুল ২য় স্থান লাভ করেছে।
কালীগঞ্জ উপজেলা বিতর্ক প্রতিযোগীতা পরিচালনা কমিটির আয়োজনে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সরকারী নলডাঙ্গা ভ’ষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, কালীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও উপজেলা অ্যাকাডেমিক কর্মকর্তা আবদুল আলীম। মুল প্রতিযোগিতার বিচারক মন্ডলী ছিলেন, কালীগঞ্জ এ এ- এফ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদোসী রুপালী ও নুর আলী কলেজের প্রভাষক রিতা দাসী। বিতর্ক প্রতিযোগতিার মডিরেটর হিসাবে দায়িত্ব পালন করেন সরকারী এম ইউ কলেজের প্রভাষক সুব্রত নন্দী এবং সময় নিয়ন্ত্রক ছিলেন ভ’ষন বিদ্যালয়ের শিক্ষক বাবুল আক্তার। উল্লেখ্য, একইভাবে আরো ৭ টি ভেন্যুতে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার এ প্রতিযোগিতার সমাপ্তি হবে। এবারে এ উপজেলা থেকে বিজয়ী শিক্ষা প্রতিষ্টানটি আগামীতে জেলা পর্ষায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।