ভারতের রাজধানী নয়া দিল্লীতে মুসলমানাদের উপর অমানবিক নির্যাতন বন্ধের দাবীতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আহলে সুন্নত ওয়াল জামায়াত নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে গত ৪ মার্চ ওই কর্মসূচি পালিত হয়। সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন আহলে সুন্নত ওয়াল জামায়াত নীলফামারী জেলার শাখার সভাপতি জিলানী আল কাদেরী, সাধারণ সম্পাদক আলহাজ¦ গোলজার আহমেদ আশরাফী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ময়নুল ইসলাম কাদেরী, সৈয়দপুর উপজেলা শাখার নেতা, আলহাজ¦ রেজা আশরাফী, মানিক রিজভী, আবদুস সাত্তারসহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ভারতসহ সারা বিশ্বে মুলনমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। ভারতের নয়া দিল্লীতে মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে। নামাজ আদায় করতে পারছে না মুসলমানরা মসজিদে গিয়ে। দ্রুত সময়ের মধ্যে মুসলমানদের উপর ওই সকল নির্যাতন বন্ধ করা না হলে আহলে সুন্নত ওয়াল জামায়াত বড় ধরনের কর্মসূচি হাতে নেবে। বক্তারা আরো বলেন, হিন্দু, মুসলিম ভাই ভাই আজ এ কথাটি মূল্যহীন হয়ে পড়েছে। ধর্মের উপর আঘাত হানা হচ্ছে। অথচ বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ অত্যন্ত শান্তিতে বসবাস করছে।