“মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলালে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ক্ষেতলাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান এর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রনালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা বি আর ডি পি সভা কক্ষে প্রেস বিফিং করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নুরন্নাহার গুন্নাহ, জয়পুরহাট টিটিসি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আহম্মেদ, জেলা কর্মসংস্থান জনশক্তি বুরো সহকারি পরিচালক মোশারফ হোসেন, সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।