টঙ্গীর মিরাশপাড়া ছাপ্পারা মসজিদ এলাকায় গত মঙ্গলবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত মামুন ও রাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায়বুধবার সকালে উভয় গ্রুপ রামদা, চাপাতি, লোহার রড ও লাঠি-সোটা নিয়ে এলাকায় পাল্টাপাল্টি অস্ত্রের মহড়া দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
এলাকাবাসি জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকেইয়াবা ব্যবসার আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে এলাকার মাদক ব্যবসায়ী সৌরভ ও বিপ্লবের সাথে অপর মাদক ব্যবসায়ী মামুনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামুনের উপর হামলা করে। এতে মামুন গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় বদরুদ্দিন বদুর ছেলে শাকিল উভয়গ্রুপের লোকজনকে এলাকায় হাঙ্গামা করতে নিষেধ করে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়েশাকিলের ছোট ভাই রাকিবকে রাস্তার মধ্যে একা পেয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে সৌরভ-বিপ্লব বাহিনী। পরে আহত মামুনের মা সেতারা বেগম স্থানীয় আক্তার হোসেন, তানভির, সাইদ, আকাশ ও অজ্ঞাতনামা ৭/৮ জনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। অপর দিকে রাকিবের পিতা বদুরুদ্দিন বদু স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন, আকতার হোসেন, তানভির ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় অপর একটি অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী আরো জানায়, বদুরুদ্দিন বদুসহ তার আত্মীয় স্বজনের সাথে স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন, আকতার হোসেনের জমি-জমা ও আকতার মার্কেটের তিনটি দোকান ভাড়া সংক্রান্ত দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। সম্প্রতি বিএনপি নেতা সালাউদ্দিন ও আকতার হোসেনগং বদুরুদ্দিন বদুসহ তার আত্মীয় স্বজনের নামে জমি সংক্রান্ত বিষয়ে গাজীপুরের বিজ্ঞ ২য় যুগ্ম দায়রা জজ আদালতের দেঃ মোঃ নং-২৯/২০২০ দায়ের করেন। এরই জের ধরে বদুরুদ্দিন বদু সালাউদ্দিনসহ তার ভাই আকতার ও পরিবারের সদস্যদের নামে থানায় অভিযোগ করেন। এঘটনার পর সালাউদ্দিন ও আকতারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় আকতার বাদী হয়ে বদুরুদ্দিন বদুগংদের বিরুদ্ধে পৃথক একটি অভিযোগ করেছে। এনিয়ে মিরাশপাড়া এলাকায় ৩টি গ্রুপের মধ্যে ত্রিমুখী চরম উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় সেতারা বেগম, বদরুদ্দিন বদু ও আক্তার হোসেনের কাছ থেকে পৃথক তিনটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।