ধনী, গরিব, জাতি, ধর্ম ও দল নির্বিশেষে রক্তের প্রয়োজনে আমরা আছি অসহায়দের পাশে এই পতিপাদ্য নিয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেচ্ছা সেবী সংগঠন সেচ্ছায় রক্তদান আলোর পথিকের ৬ষ্ঠ বছরে পর্দাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মহেশপুর সচ্ছায় রক্তদান আলোর পথিকের উদ্দেগে কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে মহেশপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেচ্ছায় রক্তদান আলোর পথিকের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুলা আল-ফারুক বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ হোসেন খাঁন, প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, আলোর পথিকের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক আহসান হাবিব, সবুজ হোসেন, মনিরুল ইসলাম, সাগর প্রমুখ অনুষ্ঠান শেষে মহেশপুর উপজেলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।