সোনারগাঁয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালা বুধবার বেইস গণ-বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় আশা’র সকল শিক্ষাসেবিকা ও শিক্ষা সুপারভাইজাররা অংশগ্রহণ করে।
আশা’র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট সুমন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনিরুজ্জান মনির, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন আশা’র ডিভিশনাল ম্যানেজার এ কে এম তারেক, এডিশনাল ডিভিশন ম্যানেজার জসিম উদ্দিন, ডিষ্টিক ম্যানেজার মোঃ ইয়াহিয়া, মহসিন আলী, রিজোউনাল ম্যানেজার নয়ন কুমার মন্ডল, জুনিয়র শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী, সোনারগাঁ শাখার ম্যানেজার শাহাদাত হোসেন প্রমুখ।
বেসরকারী উন্নয়ন সংস্থা আশা নিজস্ব অর্থায়নে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা ও স্কুল থেকে ঝড়ে পরা রোধে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচি কার্যক্রম পরিচালনা করে আসছে। এতেকরে দেশের ৬৪ জেলায় সংস্থার ১২৫০টি ব্রাঞ্চের মাধ্যমে দারিদ্র পরিবারের প্রায় ৫ লাখ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার সুবিধা পাচ্ছে বলে বক্তার জানান।