জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজম্ম বার্ষিকী উপলক্ষে“ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের প্রধান বাজারকে একটি আদর্শ বাজার ও নিরাপদ খাদ্য জোনে রুপান্তর করার লক্ষ্যে আলোচনা এক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বাজার কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বাজার কমিটির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে আবাসিক মেডিকেল কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ(স্বাচিপ)সাধারণ সম্পাদক,স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ও সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ্ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়,বাজার কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা হাজ¦ী আবদুল বাকি।সভায় স্বাগত বক্তব্য রাখেন স্যানিটারী ইন্সপেক্টর পরিমল চন্দ্র সরকার।এসময় বাজার পরিস্কার-পরিছন্ন রাখার লক্ষ্যে ব্যবাসয়ীদের মাঝে ময়লা ফেলার জন্য ডাস্টবিন ও ধুমপান থেকে বিরত থাকুন,ইহা শাস্তিযোগ্য অপরাধ সর্তকমূলক লিফলেট বিতরণ করা হয়। সভায় বাজারের ব্যবসায়ী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।