টঙ্গীর প্রত্যাশা ব্রীজ এলাকার তুরাগ নদ থেকে আজ (বুধবার) সকালে এক অজ্ঞাত যুবকের (১৮) লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নিহতের পরনে লাল রঙের ফুল হাতা গেঞ্জি ও কালো জিন্সপ্যান্ট রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রত্যাশা ব্রীজ এলাকায় তুরাগ নদে এক যুবকের লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার একদল পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। লাশের মুখসহ বিভিন্ন স্থানে পঁচন ধরে যাওয়ায় চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. এমদাদুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণার করা হচ্ছে ৪/৫দিন আগে কে বা কারা ওই যুবকে হত্যা করে তুরাগ নদের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।