নায়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাইমুড়ী রোডে সিএনজি - পিকআপ মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯ টার দিকে ছেলামের দোকানের সামনে আপানিয়া গামী সিএনজিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা পিক-আপ। ঘটনাস্হলে মারা যায়, মিরওয়ারিশপুর ইউনিয়নের মিরআলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা পলি রানী মজুমদার ও তার ২ বছরের শিশু নিধি। গুরুতর আহত অবস্থায় তার বড় মেয়ে মেঘা সহ বাকীদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।