রাজশাহীর মোহনপুরে জোর করে আমগাছ কর্তৃন ও জমি থেকে সরিষা তুলে নেয়ায় অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদি হয়ে মোহনপুর থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ১৯২০ সালের সিএস খতিয়ান মূলে ৩.০৭ জমির মালিক উপজেলার ভীমনগর গ্রামের কুকরা মন্ডল। কুকরা মন্ডলের মৃত্যু’র পর তার ওয়ারিসগণ জমি ভোগ দখল করে আসছিল। ওই জমি দখলের জন্য মোহনপুর উপজেলার ভীমনগর গ্রামের মৃত দিদার বক্সেও ছেলে পিয়াস বক্স আদালতে মামলা দায়ের করেন। মামলা নং ৮৭/২০১৮। মামলাতে ১.৪৫ ও ২.৬৯ একর জমি ওয়ারিসগণ মৌখিল ভাবে দান করেছেন বলে মামলায় উল্লেখ করেন। সত্যটা না থাকায় বাদি আদালত থেকে মামলাটি তুলে নেন। আবারও ওই জমি দখলের জন্য আদালতে আরও একটি মামলা দায়ের করেন পিয়ার বক্স। মামলা নং ৫০/১৮। বতমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। উভয় পক্ষের মধ্যে আইন শৃঙ্খলার অনতি যেন না হয় সেজন্য মোহনপুর থানা পুলিশ সর্তকীকরনের নোর্টিশ প্রদান করেন।
উপজেলার ভীমনগর গ্রামের মৃত দবির মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম পৈতৃক সূত্রে সম্পত্তির খাজনা খারিজ পরিশোধ করে জমি ভোগ দখল করে আসছিল। ওই জমির সরিষা ছিল। থানা পুলিশের সর্তকীকরনের নোর্টিশ দেয়ার পরেও গত ১ মার্চ সকাল ১১টার সময় পিয়ার বক্সেও ছেলে উপজেলার ধুরইল ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম ক্ষমতার দাপট খাতিয়ে তার লোকজন নিয়ে জাহাঙ্গীর আলমের জমি থেকে জোর করে সরিষা তুলে নিয়ে যায়। জাহাঙ্গীর আলম বাধা দিলে হত্যার হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ইতঃপূর্বে যুবলীগ সভাপতি আশরাফুল ইসলাম জাহাঙ্গীর আলমের জমিতে থাকা ১৫ টি আমগাছ কর্তৃন করেন। পুলিশ গিয়ে আমগাছের গুল জব্দ করে রেখেছে।
মোহনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, আদালতের নির্দেশে উভয়পক্ষকে সতর্কীকরন নোর্টিশ প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের থানায় অভিযোগ হয়েছে। বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।