জামালপুরের দেওয়ানগঞ্জে কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছে।
গত ২ফেব্রুয়ারী সোমবার দিবাগত মধ্য রাতে উপজেলার চিকাজানী ইউনিয়নের বড়খাল গ্রামের কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। চিকাজানী ইউপি সদস্য ইব্রাহিম খলিল জানান. গত তিন মাসের মধ্যে চিকাজানী ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী ফুলি বেগম, রহমান আলীর ছেলে সুরুজ মিয়া, বড়খাল গ্রামের ইদ্রিস আলীর ছেলে জালাল উদ্দিন, কাল্টু মিয়ার স্ত্রী সাহারুন খাতুন, হযরত আলীর ছেলে শাহালমসহ বেশ কিছু লোক নানা রোগে মারাগেলে তাদেরকে কবরস্থানে দাফন করা হয়। হঠাৎ গতকাল এলাকাবাসিরা কবরস্থানে কবর খনন করা লাশ নেই দেখে তারা হতভাগ হয়ে যান। এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার কর্মকর্তা ইনচার্জ এমএম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়টি চিকাজানী ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ আমাকে অবগত করছেন। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান।