জামালপুর জেলার বকসিগঞ্জের ধানুয়াকামালপুর স্থলবন্দরে রাজস্ব ও শুল্ক ফাকির অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় সাবেক কাস্টাম কর্মকর্তা মো.রফিকুল ইসলামের ১০ বছরের জেল এবং মো.ইমারুল হক নামের এক ব্যবসায়ীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ৩মার্চ মঙ্গলবার দুপুরে জামালপুরের স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ধানুয়াকামালপুর স্থলবন্দরের সাবেক কাস্টম কর্মকর্তা,ময়মনসিংহের গফরগাঁও এলাকার মুখী গ্রামের বাসিন্দা মৃত আছমত আলীর ছেলে মো.রফিকুল ইসলাম। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। অপরজন মেসার্স শেরপুর ট্রেডার্সের স্বত্ত্বাধীকারী। দিনাজপুর জেলার হাকিমপুর এলাকার বাসিন্দা আফাজ উদ্দিনের ছেলে মো.ইমারুল হক। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
দুদকের আইনজীবী মো.লুৎফর রহমান রতন জানান, জামালপুরের ধানুয়াকামালপুর স্থলবন্দরে রাজস্ব ও শুল্ক ফাঁকি দিয়ে ১০ লাখ ২২ হাজার ৪৫৬ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৩ সালের ৬ আগস্ট কাস্টম কর্মকর্তা মো.রফিকুল ইসলাম ও ব্যবসায়ী মো.ইমারুল হকের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দুদক তদন্ত করে ২০১০ সালের ১৫ জুন তাঁদের দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালতে তাঁদেরা দুজনের পরস্পর যোগসাজসে সরকারী রাজস্ব ও শুল্ক ফাঁকি দিয়ে ১০ লাখ ২২ হাজার ৪৫৬ টাকা আত্মসাৎ করার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে সাবেক কাস্টম কর্মকর্তা মো.রফিকুল ইসলামকে ১০ বছর কারা দন্ড দেয় আদালত। এ ছাড়া ৫ লাখ ১১ হাজার ২২৮ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। মো.ইমারুল হককে ৩ বছরের কারাদণ্ড ও ৫ লাখ ১১ হাজার ২২৮ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত।